চাঁদের কক্ষপথের প্রদক্ষিণ শেষ, এবার সেই মাহেন্দ্রক্ষণের দিকে এগোচ্ছে চন্দ্রযান-৩

 চাঁদের কক্ষপথের শেষ পর্যায়ের প্রদক্ষিণ সম্পূর্ণ করল চন্দ্রযান-৩। এবার কেবল চাঁদে অবতরণের অপেক্ষা। আগামী বুধবার চাঁদের মাটিতে অবতরণ করার কথা চন্দ্রযান-৩র। এবার আর আগের মতো ভুল করতে চাইছে না ইসরো। একেবারে সফট ল্যান্ডিংয়ের পথেই এগোবে তারা। এখনও পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ সাফল্যের সঙ্গে করে দেখিয়েছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩র প্রতিটি গতিবিধির উপরে নজর রেখে চলেছে রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থাও। কারণ রাশিয়ার লুনা-২৫ চন্দ্রযানের আগেই চাঁদের মাটি স্পর্শ করতে চলেছে। সেটা কতটা সফল হয় সেটাই দেখার।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news