বৃষ্টি বিধ্বস্ত হিমাচল ও উত্তরাখণ্ড! আরও সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আবহাওয়া দফতরের তরফে এদিন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের পার্বত্য এলাকার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে। এই অরেঞ্জ অ্যালার্ট গত মাস দুয়েকে বারে বারে দেখেছে ওই দুই রাজ্যবাসী। দেখেছে প্রকৃতির ধ্বংসলীলা ও প্রাণহানি। এই বছর বর্ষা শুরুর পর থেকে উত্তরাখণ্ডে ৭৮ জনের মৃত্যু হয়েছে এবং হিমাচল প্রদেশের মারা গিয়েছেন ৩৩৮ জন। আবহাওয়া দফতরের তরফে কমলা সতর্কতা জারি করা বলা হয়েছে, অতিভারী বৃষ্টি ও ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। যানবাহন ও রেল চলাচলে ব্যাঘাত ঘটতে পারে। এছাড়াও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news