চাঁদের অন্ধকার দিক কেমন? নামার আগেই ছবি পাঠাল চন্দ্রযান

হাতে আরও মাত্র কয়েক ঘন্টা। একেবারে ইতিহাসের মুখোমুখি ভারত। কাউন্টডাউন শুরু। বুধবার বিকেলেই চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রায়ন তিন। আর তার আগে চাঁদের অন্ধকারের দিকে ছবি পাঠাল এই যান। আর সেই ছবি প্রকাশ করল ইসরো। আর সেই ছবি সামনে আসার পরেই একেবারে উচ্ছ্বসিত গবেষক থেকে সাধারণ মানুষ। কিন্তু কেমন দেখতে সেই চাঁদের অন্ধকার দিক। ইতিমধ্যে রাশিয়ার চন্দ্র অভিযান ব্যর্থ হয়েছে। ফলে ভারতের চন্দ্র অভিযানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। কমে এসেছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রমের গতি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news