চাঁদের মাটিতে ইতিহাস গড়বে দেশ, চন্দ্রযানের সাফল্য কামনায় পুজো-যজ্ঞ রাজ্যে রাজ্যে
চাঁদের মাটিতে ইতিহাস গড়তে চলেছে চন্দ্রযান-৩। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। সেই অভিযান যাতে সফল হয় তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে চলছে পুজো-যজ্ঞ। পশ্চিমবঙ্গের কোচবিহারে মহাযজ্ঞেরক আয়োজন করা হয়েিছল। শুধু পশ্চিমবঙ্গ নয় উত্তর প্রদেশ এবং মধ্যপ্রদেশেও চলছে পুজো-যজ্ঞ। চন্দ্রযান-৩ উৎক্ষেপনের আগে ইসরোর বিজ্ঞানীরা তিরুপতি মন্দিরে গিয়ে সাফল্যের জন্য প্রার্থনা করে এসেছিলেন। এবার আসল পর্যায় ঘটতে চলেছে। উৎকণ্ঠায় রয়েছে ইসরো। প্রতিটি মুহূর্তে যেন বড় পরীক্ষা দিতে হচ্ছে তাঁদের। চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত সব পর্যায় সাফল্যের সঙ্গে পার করে এসেছে চন্দ্রযান-৩। এবার শুরু হয়েছে আসল পর্যায়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি