আগামীকাল চাঁদের মাটি স্পর্শ করবে চন্দ্রযান-৩, তারপর কী করবে ল্যান্ডার আর রোভার জানেন?
এখনও পর্যন্ত সব ঠিক আছে। চাঁদের মাটিতে আগামীকাল সন্ধে ৬টার পরেই অবতরণ করতে চলেছে চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত পরিকল্পনা মতোই চলছে চন্দ্রযান-৩। তার সাফল্য কামনায় দেশের বিভিন্ন প্রান্তে চলছে পুজো, যজ্ঞ। রাজনৈতিক দলের সব নেতারাই চন্দ্রযান-৩র সাফল্য কামনা করেছেন। এদিকে ইসরোর অনেক বিজ্ঞানী আবার উদ্বেগের কথাও শুনিয়েছেন। অনেকে বলেেছন গতি নিয়ন্ত্রণ করা না হলে চাঁদের মাটিতে আছড়ে পড়তে পারে চন্দ্রযান-৩। কারণ যে গতিতে এখন চলছে তাতে চাঁদের মাধ্যকর্ষণ শক্তির মধ্যে চলে এলে সেই গতি কয়েক গুণ বেড়ে যাবে। তখনণ বিপদ তৈরি হবে। আবার ইসরোর আরেক বিজ্ঞানী বলেছেন আগামীকাল চাঁদের মাটিতে অবতরণ নাও করতে পারে চন্দ্রযান-৩।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


