কম খরচে আরও উন্নত প্রযুক্তি, চন্দ্রযান ২ ও ৩ -এর ফারাক ঠিক কোথায়?
ইতিহাসের মুখোমুখি ভারত! হাতে আর মাত্র কয়েক ঘন্টা। শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। সবকিছু ঠিক থাকলে বুধবার ছ'টা বেজে চার মিনিটে চাঁদের মাটি ছোঁবে ভারতের এই মহাকাশ যান। চাঁদের অন্ধকার দিকে ল্যান্ডিংয়ের সময়টা খুবই গুরুত্বপূর্ণ। যে কোনও সময় একটা অঘটন সমস্ত মিশনকে ব্যর্থ করতে পারে। ফলে প্রতি মুহূর্তটা এখন খুবই গুরুত্বপূর্ণ। ফলে এখন কোনও রিস্ক নিচ্ছেন না বিজ্ঞানীরা। অন্তত Chandrayaan-2 থেকে শিক্ষা নিয়ে এবার অনেক বেশি সতর্ক ইসরো। একেবারে প্রথমদিন থেকে প্রতিটি পদক্ষেপ ভেবে চিন্তে এ নেওয়া হয়েছে। বেশ কিছু সিদ্ধান্ত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বদলও করা হয়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি