র কঠোর পরিশ্রমের ফল, কেন চাঁদের দক্ষিণ মেরুই টার্গেট ব্যাখ্যা দিলেন বিজ্ঞানী
চাঁদের দক্ষিণ গোলার্ধে পা রাখতে পারলে ইতিহাস গড়বে ভারত। এর আগে কোনও দেশ চাঁদের দক্ষিণ গোলার্ধে পা রাখতে পারেনি। কাজেই ইসরোর (ISRO) এই পরিশ্রমকে অস্বীকার করতে পারেন না ঈশ্বরও। এমনই দাবি করেছেন ইসরোর প্রাক্তন প্রধান জি মাধবন নায়া। আর কয়েক ঘণ্টারক অপেক্ষা তার পরেই চাঁদের মাটিতে পা রাখবে ভারতের চন্দ্রযান-৩। কয়েকদিন আগেই রাশিয়ার লুনা-২৫ ব্যর্থ হয়েছে সেই টার্গেট পূরণ করতে। চাঁদে অবতরণের কয়েক সেকেন্ড আগেই ছিটকে বেরিয়ে গিয়েছে লুনার-২৫। ঠিক যেমন দশা হয়েছিল চন্দ্রযান-২র। তাই চন্দ্রযান-৩র প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে গোটা বিশ্ব।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


