হাইস্পিড রোলস-রয়েস ফ্যান্টম দুমড়ে গেল পেট্রোল ট্যাঙ্কারে, দুর্ঘটনার কবলে কুবের গ্রুপ-ডিরেক্টর

কুবের গ্রুপ-ডিরেক্টরের হাইস্পিড রোলস-রয়েস ফ্যান্টম পেট্রোল ট্যাঙ্কারের ধাক্কা দুমড়ে মুচড়ে গেল। দিল্লির কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনার মুখে পড়েন কুবের গ্রুপের ডিরেক্টর। পুলিশ জানিয়েছে, হরিয়ানার নুহতে নয়াদিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে রোলস-রয়েস ফ্যান্টম গাড়ি পেট্রোল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা লাগলে তিনজনের মধ্যে দুজনের মৃত্যু হয়। গাড়িটিতে ছিলেন কুবের গ্রুপের পরিচালক বিকাশ মালু। তিনি রোলস-রয়েসের ছিলেন। তীব্র গতিতে আসা তাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পেট্রোল ট্যাঙ্কারে ধাক্কা মারে। এই ঘটনায় বিশিষ্ট শিল্পপতি বিকাশ মালু গুরুগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বকি যাত্রীদেরও ভর্তি করা হয়েছে হাসপাতালে। ট্যাঙ্কারের দুই চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয় ঘটনাস্থলে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news