সাইবার ক্রাইম রুখতে মরিয়া যোগী, ৭৫টি জেলায় বিশেষ থানা তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

 সাইবার অপরাধকে উত্তরপ্রদেশের সরকার কঠোর ভাবে নিয়ন্ত্রণ করতে চাইছেন, শনিবার সাইবার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পর্যালোচনা করেন। সাইবার অপরাধ রোধ করার জন্য রাজ্যের ৭৫ টি জেলায় বিশেষ থানা তৈরির নির্দেশ দেন যোগী। সেই সঙ্গে প্রতিটি থানায় সাইবার সেলও তৈরি করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একজন সরকারি কর্মকর্তা জানান, মুখ্যমন্ত্রীর এই নির্দেশ খুব দ্রুত পূরণ করতে হবে। তাই আগামী দুই মাসের মধ্যে ৫৭ টি সাইবার ক্রাইম থানা তৈরি করতে হবে। সাইবার প্রতিরোধের সচেতনতা সকলের মধ্যে জাগাতে হবে। প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। এটাকে আমাদের স্কুলের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে করেন তিনি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news