উপনির্বাচনেই INDIA-র সংহতি পরীক্ষা! ছয় রাজ্যের সাতটি আসনে নজর
মুম্বইয়ে ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠক। আর তারপরেই ৫ সেপ্টেম্বর ছয় রাজ্যের সাতটি বিধানসভা আসনে উপনির্বাচন। যার মধ্যে একটি রয়েছে বাংলায়। এই উপনির্বাচনকেই ইন্ডিয়া জোটের অংশীদারদের সংহতির জন্য পরীক্ষা হিসেবেই দেখছেন। কেননা জোটের একট সদস্য অপর সদস্যের বিরুদ্ধে এই ভোটেই লড়াই করছেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ধূপগুড়ি আসনে লড়াই হচ্ছে ইন্ডিয়া জোটের দুই অংশীদার সিপিআইএম এবং তৃণমূলের মধ্যে। সিপিআইএমকে সমর্থন করছে কংগ্রেস। বিজেপি এখানে প্রার্থী করেছে পুলওয়ামার শহিদ জগন্নাথ রায়ের বিধবা স্ত্রী তাপসী রায়কে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি