দুই বড় দলের সঙ্গে যোগাযোগ নীতীশের! এবার কি ইন্ডিয়া জোটে দলের সংখ্যা বাড়বে
জুন ও জুলাইয়ে পটনা ও বেঙ্গালুরুতে ইন্ডিয়া জোটের বৈঠকে পরে এবার তৃতীয় বৈঠক হতে চলেছে মুম্বইতে। ৩১ অগাস্ট ও ১ সেপ্টেম্বর সেই বৈঠক হবে। প্রথম বৈঠকে অংশগ্রহণকারী দলের সংখ্যা ১৫ থেকে দ্বিতীয় বৈঠকে হয়েছিল ২৬। এবার সেই সংখ্যা আরও বৃদ্ধির ব্যাপারে জল্পনা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ইন্ডিয়ার আহ্বায়ক নীতীশ কুমার ইতিমধ্যেই দুই বড়দলের সঙ্গে কথা বলেছেন। এই দুই দলের একটি হল, পঞ্জাবের শিরোমনি অকালি দল আর হরিয়ানার ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল। শিরোমনি অকালি দল দীর্ঘদিন বিজেপি তথা এনডিএ সহযোগী থাকলেও কৃষিবিলের বিরোধিতা করতে গিয়ে তারা এনডিএ ছাড়ে। তারপর থেকে তারা কোনও জোটেই নেই। তবে লোকসভায় তাদের দুই সাংসদ রয়েছেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি