মোদী সরকারের আমলে ৯ টি সেক্টরে ১.৫ কোটির বেশি চাকরি হয়েছে, দাবি শ্রমমন্ত্রীর

 কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের শাসনের নয় বছরের শাসনকালে আইটি, উৎপাদন, বাণিজ্য, পরিবহণ-সহ নটি সংগঠিত খাতে ১.৫ কোটির বেশি কর্মসংস্থান তৈরি হয়েছে। এদিন এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ভূপেন্দ্র যাদব। কেন্দ্রীয় মন্ত্রী এদিন ইন্দোরে বর্ডার সিকিউরিটি ফোর্সের সেন্ট্রাল অর্ডন্যান্স অ্যান্ড ওয়ার স্কিলস স্কুলে আয়োজিত রোজগার মেলায় বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন, মোাদী সরকারের আমলে কৃষি ছাড়াও তথ্য প্রযুক্তি, উৎপাদন, বাণিজ্য, পরিবহণ, শিক্ষা আতিথেয়তা, চিকিৎসা-সহ নয়টি খাতে ১.৫ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news