জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা কবে? সুপ্রিম কোর্টে সরকারের অবস্থান ব্যাখ্যা
জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার মোদী সরকারের সিদ্ধান্ত চার বছর পেরিয়ে গিয়েছে। এই বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে শুনানি চলছে। সর্বোচ্চ আদালতের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, জম্মু ও কাশ্মীরকে জম্মু ও কাশ্মীর ও লাদাখে ভাগ করা একটি অস্থায়ী ব্যবস্থা। পরিস্থিতি স্বাভাবিক হলেই জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে আবেদনের শুনানির পর সলিসিটর জেনারেল তুষার মেহতা কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানান। সুপ্রিম কোর্টের তরফে তুষার মেহতাকে প্রশ্ন করা হয়, এটা কতটা অস্থায়ী এহং জম্মু ও কাশ্মীরে কখন নির্বাচন অনুষ্ঠিত হবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি