ট্রেনের টিকিট ছিঁড়ে গেলে কিংবা হারিয়ে গেলে কী করবেন? জানুন এই নিয়ম
ট্রেনে যাত্রার ক্ষেত্রে বৈধ টিকিট থাকাটা খুবই জরুরি। শুধু রেলেই নয়, প্লাটফর্মে যেতেও কাটতে হবে প্লাটফর্ম টিকিট। আর সেই টিকিট ছাড়া কখনই স্টেশনে ঢুকতে পারা যায় না। প্লাটফর্ম টিকিট না কেটে যদি স্টেশনে ঢুকে পড়েন এবং হাতেনাতে ধরা পড়েন তাহলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবেই। টিকিট পরীক্ষকরা এই বিষয়ে কড়া ভাবে পরীক্ষা চালান। কিন্তু হঠাত করে যদি কাঁটা টিকিট হারিয়ে যায় তাহলে? কি করবেন তখন? কি বলছে রেলের নিয়ম? এই অবস্থায় রেল কি মোটা জরিমানা করতে পারে? আর সেটাই আলোচনা করা হল এই প্রতিবেদনে-সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি