জম্মু ও কাশ্মীরে নির্বাচন কবে? সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরাতে কোনও নির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি। আর এদিন কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে বলেছে, জম্মু ও কাশ্মীরে যে কোনও সময় নির্বাচন পরিচালনা করা যেতে পারে। তবে সিদ্ধান্তটি নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন প্যানেলের হাতে রয়েছে। জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বাতিলকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রশ্নের উত্তর দেন কেন্দ্রের তরফের আইনজীবী। এর আগে কেন্দ্রের তরফে যুক্তি দিয়ে বলা হয়েছিল জম্মু ওও কাশ্মীরে বিভাজনের প্রয়োজন ছিল।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি