মহাশূন্যে কোথায় 'ঝুলবে' আদিত্য এল ওয়ান? রইল সব খুঁটিনাটি তথ্য

 কোথায় গিয়ে থামবে ইসরোর রকেট আদিত্য এল ওয়ান? সূর্যের দিকে মুখ করে থেকেই তার গবেষণা। কিন্তু সূর্য তো সব শক্তির কেন্দ্রস্থল। গনগনে তার আঁচ। এই ব্রহ্মান্ডের চালিকাশক্তি সেই। তার উপরেই এবার গবেষণা চালাবেন ইসরোর বিজ্ঞানীরা? ইসরোর শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এল ওয়ান। এদিন বেলা ১১ টা ৫০ মিনিটে এই মহাকাশযান উৎক্ষেপণ হয়েছে। পৃথিবীর বিজ্ঞান চেতনার ইতিহাসে এই ঘটনা আরও এক মাইলস্টোন। মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় যে মাইলস্টোন তৈরি করছে ইসরো, তার কদর করতেই হবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news