ভারতের প্রথম সৌর মিশন Aditya-L1! জানেন 'L 1' এর মানে কী
: ইতিহাসের মুখোমুখি ভারত। এবার সূর্য অভিযানের পথে ভারতীয় গবেষণা সংস্থা। শনিবার সকাল ১১ টা ৫০ মিনিটে ভারতের প্রথম সৌর মিশন Aditya-L1 লঞ্চ করা হবে। ইতিমধ্যে চূড়ান্ত ব্যস্ততা শ্রীহোরিকোটা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতের চাঁদ অভিযান সফল হওয়ার কয়েকদিনের মাথায় এই অভিযান। ফলে গোটা বিশ্বের নজরে এই মুহূর্তে ভারতের এই অভিযান। ইতিমধ্যে নাসার এক বিজ্ঞানী ভারতের এই অভিযানকে খুবই গুরুত্বপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন। এই অভিযানের মধ্যে দিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে বলেই মনে করা হচ্ছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি