কাউন্টডাউন শুরু, চাঁদের পর সূর্যের পথে ভারত

 আরও এক ইতিহাসের পথে ভারত। চাঁদের পর এবার সূর্য ছোঁবে ভারতীয় গবেষণা সংস্থা। ইতিমধ্যে সেই কাউন্টাডাউন শুরু হয়ে গিয়েছে। এটাই ভারতের প্রথম সোলার মিশন । শ্রীহরিকটা থেকে সকাল ১১ টা ৫০ মিনিটে তা উৎক্ষেপণ করা হবে। ইতিমধ্যে চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে ইসরো। এই মুহূর্তে চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। সফল হয়েছে ইসরোর  চাঁদের মাটিতে নেমেছে বিক্রম। শুধু ল্যান্ডিং নয়, ইতিমধ্যে কাজও শুরু করে দিয়েছে। আর এই অভিযান সফল হওয়ার পরেই সূর্য অভিযানে ভারত।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

news