পুজোয় পুরী যেতে আরও একটি বন্দেভার‍ত! কখন ছাড়বে এই ট্রেন?

 সামনেই উৎসবের মরশুম! আর সেই সময় আরও ভিড় বাড়বে পুরী সহ বিভিন্ন পর্যটনস্থলগুলিতে। তবে উৎসব কিংবা যে কোনও সময়ই জগন্নাথ ধাম মানুষের কাছে আবেগ। সারা বছরই বহু মানুষ ভিড় জমান সমুদ্রপাড়ে। এই অবস্থায় পুরীতে যাওয়ার পরিকল্পনা করছেন এমন পর্যটকদের জন্যে দারুণ খবর। আরও একটি বন্দে ভারত (বন্দে ভারত এক্সপ্রেস)পাচ্ছে ওডিশা । এবং সেটি যাবে পুরী স্টেশন  পর্যন্ত।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

 

 

news