৮৫ বছরে রেকর্ড গরম অগাস্টে, ১৯০১ সালের পর উষ্ণতম মাস কাটাল রাজধানী
উষ্ণতম অগাস্ট মাস কাটাল রাজধানী দিল্লি। তাপমাত্রা চড়েছিল ৪০ ডিগ্রিতে। যা গত ৮৫ বছরে এই প্রথম। ১৯০১ সালের পর এই প্রথম রেকর্ড তাপমাত্রা চড়ল দিল্লিতে। কয়েক মাস আগে পর্যন্ত প্রবল বর্ষণে ভাসছিল রাজধানী দিল্লি। কিন্তু তারপর থেকে হঠাৎ করেই বর্ষা যেন উধাও হয়ে গিয়েছ। চড়া রোদে পুড়ছে গোটা রাজধানী দিল্লি। তার উপরে গরমে জেরবার দশা। গোটা অগাস্ট মাস ধরেই হাঁসফাস গরমে পুড়েছে দিল্লি। গোটা শহরে যেন তাপপ্রবাহ চলার পরিস্থিতি তৈরি হয়েছিল।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি