ইসরো কি এবার বিসরো হবে! ইন্ডিয়া বনাম ভারত যুদ্ধে কী প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়
ইন্ডিয়া বনাম ভারত নাম নিয়ে যুদ্ধ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জি২০ শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমনমত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত লেখার পর থেকেই জল্পনা শুরু হয়। তা থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া, ইসরো তাহলে বিসরো হবে। ইন্ডিয়ার নাম পরিবর্তন করে শুধু ভারত রাখা হলে যে তার বহুল প্রভাব পড়বে, দেশরে বিভিন্ন সংস্থার নাম পরিবর্তন হয়ে যাবে, তা নিয়েই নানা রসিকতা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইসরো নাকি বিসরো হবে, আরবিআই হবে আরবিবি, বিসিসিআই হবে বিসিসিবি, ইত্যাদি-ইত্যাদি।