জারি আবহাওয়া দফতরের কমলা সতর্কবার্তা! এই রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের অভিমুখ পশ্চিম দিকে। যা যাচ্ছে দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্র উপকূলের ওপরে দিয়ে।যে কারণে আবহাওয়া দফতরের তরফে ওড়িশার বেশ কয়েকটি অংশে কমলা সতর্কতা জারি করা হয়েছে। পূর্বাভাসে ভারী থেকে অতিভারী বর্ষণের কথা বলা হয়েছে। আবহাওয়া দফতরের তরফে মালকানগিরি, কোরাপুট, নবরাংনগরে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বলা হয়েছে ২৪ ঘন্টার মধ্যে একটি বা দুটি জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। ওড়িশার গঞ্জাব জেলায় ১৪২.৪ মিমি ময়ূরভঞ্জে ১৩২ মিমি বৃষ্টিপাত হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি