বারাণসী, মথুরার মন্দির-মসজিদ বিতর্কে আদালতেই আস্থা বিজেপির, জানালেন নাড্ডা
বারাণসীর জ্ঞানবাপী এবং মথুরার শাহী ইদগা মসজিদ নিয়ে বিবাদে আদালতেই ভরসা রাখছে বিজেপি। দলের সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) জানিয়েছেন আদালতের রায় বিজেপি সরকার অক্ষরে অক্ষরে পালন করবে।
একই সঙ্গে নাড্ডা (JP Nadda) অবশ্য জানিয়ে দিয়েছেন বারাণসী বা মথুরার মন্দিরের মত আর কোনও ধর্মস্থান নিয়ে আন্দোলন বিজেপির দলীয় এজেন্ডায় নেই।
তিনি জানান ১৯৮৯ সালে হিমাচল প্রদেশের পালামপুর বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠকের অযোধ্যা রাম জন্মভূমি পুনরুদ্ধার আন্দোলনের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল। অযোধ্যা ছাড়া আর কোনও ধর্মস্থান নিয়ে বিজেপি কখন কোনো প্রস্তাব গ্রহণ করেনি।
নাড্ডা বলেন বিজেপি ভারতের সাংস্কৃতিক ঐক্য রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। সেই লক্ষ্যে কাজ করে যাবে।
প্রসঙ্গত বিগত কয়েক মাস ধরে বারাণসীতে জ্ঞানবাপী মসজিদ এবং মথুরা শ্রীকৃষ্ণের জন্মস্থান শাহী ইদগা মসজিদ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন ওই দুটি মসজিদ সরিয়ে নেওয়া অথবা সেখানে হিন্দুদের পূজা পাঠ করতে দেওয়ার অনুমতি চেয়ে আদালতে মামলা দায়ের করেছে। বারাণসী ও মথুরার আদালতে নিয়মিত সেগুলি হচ্ছে। বারাণসী্য কাশী বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপী মসজিদ নিয়ে দীর্ঘদিন ধরেই হিন্দু-মুসলিম বিবাদ চলছে। হিন্দু পক্ষের দাবি, মূল কাশী বিশ্বনাথ মন্দির ছিল বর্তমানে যেখানে জ্ঞানবাপী মসজিদ গড়ে উঠেছে সেইখানে। বছর খানেক আগে পাঁচজন মহিলা আদালতে আবেদন করেন জ্ঞানবাপী মসজিদ চত্বরে থাকা শৃঙ্গার গৌরী মন্দিরে তাদের পুজো করার অনুমতি দিতে হবে। সেই মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে চলা সমীক্ষায় একটি শিবলিঙ্গ উদ্ধারের দাবি করেছে হিন্দু পক্ষ। এখন দাবি করেছে ওই শিবলিঙ্গ পূজা করার অনুমতি দিতে হবে আদালতকে।
মথুরা নিয়ে বিতর্কের বিষয় হল ,সেখানে হিন্দু পক্ষের দাবি শাহী ইদগা মসজিদ যে জমিতে গড়ে উঠেছে সেটি হল ভগবান শ্রীকৃষ্ণের প্রকৃত জন্মস্থান বা গর্ভগৃহ। ওই জায়গাও ফিরিয়ে দিতে হবে।
লক্ষণীয় হল, বিজেপি বা আরএসএসের মত গেরুয়া শিবিরের কোন গোষ্ঠী এতদিন পর্যন্ত সরাসরি এই মামলা বা বিতর্কে নিয়ে মুখ খোলেননি। দুদিন আগে দলের ঘরোয়া বৈঠকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন, অযোধ্যার পর কাশী, মথুরাও জাগছে। এই তো সময়ই এগনোর। যোগী আসলে এই সুযোগে ২০২৪ লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দেওয়ার কথা বলেন।
সেদিক থেকে নাড্ডাই হলেন বিজেপির শীর্ষ নেতা যিনি চলতি মন্দির-মসজিদ বিতর্কে মুখ খুললেন।
সোমবার রাতে দিল্লিতে বিজেপি সদর দফতরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাড্ডা বিতর্ক পাশ কাটিয়ে না গিয়ে আদালতে আস্থা রাখার কথা বলে স্পষ্ট করে দিয়েছেন, এই বিবাদে বিজেপি বা তাদের সরকার আপত্তি করবে না। ওয়াকিবহাল মহলের মতে অযোধ্যার মন্দির-মসজিদ বিবাদ সুপ্রিম কোর্ট নিষ্পত্তি করে দেওয়ায় বাকি বিবাদের ক্ষেত্রেও গেরুয়া শিবির বিচার ব্যবস্থার প্রতি আস্থা রাখছে।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


