পাঞ্জাবে নিহত গায়কের দেহে বিঁধেছিল দুই ডজন গুলি, জানা গেল ময়না তদন্তে

সোমবারই জানা যায়, পাঞ্জাবের গায়ক (Punjab Singer) সিধু মুজওয়ালাকে লক্ষ্য করে অটোমেটিক রাইফেল থেকে প্রায় ৩০ রাউন্ড গুলি চালানো হয়েছিল। মঙ্গলবার জানা গেল, (Punjab Singer) গায়কের শরীরে বিঁধেছিল দু’ডজনের বেশি বুলেট। সোমবার পাঁচজন ডাক্তার (Punjab Singer) সিধু মুজওয়ালার দেহের ময়না তদন্ত করেন। তাতে দেখা যায়, একটি বুলেট বিঁধেছিল গায়কের মাথায়।

পাঞ্জাবে গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন গায়ক। রবিবার মানসা অঞ্চলে তিনি যখন একটি এসইউভি চালিয়ে আসছেন, তখন দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়। একটি সূত্রের খবর, গুলিবিদ্ধ হওয়ার পরে অতিরিক্ত রক্তক্ষরণেই তাঁর মৃত্যু হয়েছে। পাঞ্জাব পুলিশের প্রধান ভি কে ভাওয়ারা বলেন, দুষ্কৃতীদের দু’টি গ্যাং-এর লড়াইয়ের জেরেই গায়ক নিহত হয়েছেন।

সিধু মুজওয়ালা যে গাড়িটি চালাচ্ছিলেন, তা এখন মানসা থানায় রাখা আছে। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি টিম গাড়িটি পরীক্ষা করে দেখেছে। গাড়ির সামনে ও দু’পাশে রয়েছে গুলির দাগ। তা থেকে বোঝা যায়, দুষ্কৃতীরা তিন দিক থেকে গুলি চালিয়েছিল।

২৮ বছর বয়সী গায়কের বাবা বলকাউর সিং বলেন, তিনি গাড়ি চড়ে ছেলের গাড়ির পিছু পিছু যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিলেন দুই বন্দুকধারী দেহরক্ষী। তিনি লক্ষ করেন, অপর একটি গাড়ি তাঁর ছেলের গাড়ির পিছু নিয়েছে। তাঁর কথায়, “রবিবার আমার ছেলে তার দুই বন্ধু গুরবিন্দর সিং ও গুরপ্রীত সিং-এর সঙ্গে বাড়ি থেকে বেরোয়। সে কোনও দেহরক্ষী নেয়নি। তার একটি বুলেটপ্রুফ ফরচুনার গাড়ি ছিল। সেই গাড়িতেও সেদিন সে চড়েনি।”

গায়ক খুনে অন্যতম অভিযুক্ত সোমবার দেরাদুন থেকে ধরা পড়ে। সে তীর্থযাত্রীদের দলের মধ্যে লুকিয়েছিল। এছাড়া আরও পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তারা সকলেই লরেন্স বিশনোই নামে এক দুষ্কৃতীর গ্যাং-এর সদস্য। ওই গ্যাং গায়ক খুনের দায় স্বীকার করেছে। খবর দ্য ওয়ালের  /এনবিএস/২০২২/একে

news