সকাল সকাল অক্ষরধাম মন্দিরে পুজো ঋষি সুনকের, গান্ধীঘাটে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপ্রধানরা
ভোর থেকেই জি-২০ সামিটের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। সাত সকালে দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী। আজ রাজঘােট শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রনতারা। ইতিমধ্যেই সেখানে পৌঁছতে শুরু করে দিয়েছেন তাঁরা। রাজঘাটে রাষ্ট্রনেতারা মহাত্মা গান্ধীর স্মৃতিতে শ্রদ্ধা জানাবেন। তার পরে শুরু হবে একাধিক কর্ম সূচি এবং বৈঠক। গতকাল এলাহি নৈশভোজের আসর বসানো হয়েছিল রাষ্ট্রপতি ভবনে। দ্বিতীয় দিনের সকাল থেকেই একাধিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। একে একে রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করে দিয়েছেন রাজঘাটে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি