ব্রাজিলের রাষ্ট্রপতির হাতে জি-২০ সভাপতিত্ব অর্পণ নরেন্দ্র মোদীর
এবার জি-২০ শীর্ষ সম্মেলনে সভাপতিত্বের দায়িত্ব ছিল ভারতের হাতে। নয়াদিল্লিতে জি-২০ শীর্ষ সন্মেলনের মঞ্চ থেকে সেই দায়িত্ব হস্তান্তর হল। ব্রাজিলের রাষ্ট্রপতি লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে পরবর্তী জি-২০ সভাপতিত্ব অর্পণ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নয়াদিল্লিতে ১৮তম জি-২০ সম্মেলনের শেষ দিনে ভারতের প্রধানমন্ত্রী তা হস্তান্তর করলেন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। জি-২০ শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব হস্তান্তর উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী ব্রাজিলের রাষ্ট্রপতি লুলার হাতে আনুষ্ঠানিক 'ব্যাটন' তুলে দেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি