সেপ্টেম্বরেও তাপমাত্রা কমার লক্ষণ নেই! মরুরাজ্যে ভাঙল ৭৪ বছরের রেকর্ড ইন্দ্রনীল|
মার্চ, এপ্রিল কিংবা মে মাস নয়, এটা সেপ্টেম্বর। এই মাসেও তাপমাত্রা কমার লক্ষণ নেই মরু রাজ্য রাজস্থানে। সর্বোচ্চ তাপমাত্রা পেরিয়েছে ৪৩ ডিগ্রি। শনিবার জয়সলমিরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৭৪ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, জয়সলমিরে শনিবারের এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৬.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর অর্থ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়া। আবহাওয়া দফতর আরও জানিয়েছেন, এর আগে জয়সলমিরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯৪৯-এর ১০ সেপ্টেম্বর ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি