গোটা বিশ্ব একটা পরিবার, জি ২০ সামিট নিয়ে বার্তা যোগী আদিত্যনাথের 

রাজধানী দিল্লিতে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে জি-২০ সামিট। গতকালই সব দেশের রাষ্ট্রপ্রধানরা ফিরে গিয়েছেন নিজের নিেজর দেশের। গত ২ দিন ধরে রাজধানী দিল্লিতে জি ২০ সামিট উপলক্ষ্যে চলেছে মহাযজ্ঞ। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেছেন ভারতের জি ২০ সামিটে বিশ্ব পরিবারের ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে। এক পৃথিবী এক পরিবার এই বিশ্বাস নিয়ে যে ভারত এগোচ্ছে তা প্রমাণ হয়ে গিয়েছে জি ২০ সামিটে। এমনই দাবি করেছেন যোগী আদিত্যনাথ। রবিবার জি ২০ সামিটের সাফল্য নিয়ে একটি বিবৃতি জারি করে যোগী আদিত্যনাথ বার্তা দিয়েছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সাফল্যের সঙ্গে শেষ হয়েছে জি ২০ সামিট। এই সামিটে যে লক্ষ্য নেওয়া হয়েছে তা পূরণের পথে এবার এগোতে হবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news