লোকালের জায়গা নেবে বন্দে মেট্রো! কিন্তু কবে থেকে? রইল সমস্ত তথ্য
ইতিমধ্যে ভারতীয় ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস। অন্যান্য ট্রেনগুলির গতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে রেলমন্ত্রক। আর এজন্যে দেশজুড়ে রেল লাইনগুলির সংস্কারের কাজ করা হচ্ছে। ইতিমধ্যে সফল বন্দে ভারত। আর সেদিকে তাকিয়ে খুব শীঘ্রই ভারতীয় ট্র্যাকে ছুটবে বন্দে ভারত স্লিপার (বন্দে ভারত স্লিপার)এবং বন্দে ভারত মেট্রো (ভান্দে মেট্রো)। চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে বন্দে মেট্রো নির্মাণের কাজ চলছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি