জ্বরে দুই 'অস্বাভাবিক' মৃত্যু! কোঝিকোড়ে জারি নিপা সতর্কতা
কেরলের স্বাস্থ্য বিভাগ কোঝিকোড়ে নিপা সতর্কতা জারি করেছে। সোমবার এক বেসরকারি হাসপাতালে জ্বরের সঙ্গে সম্পর্কিত দুই অস্বাভাবিক মৃত্যুর পরে এই সতর্কতা জারি করা হয়েছে। কেরলের স্বাস্থ্য বিভাগের তরফে বলা হয়েছেস দুই মৃত্যু নিপা ভাইরাসের কারণে হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। অন্যদিকে মৃতদের একজনের আত্মীয়কে আইসিইউতে রাখা হয়েছে। এদিকে এই ঘটনায় কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখ করা যেতে পারে ২০১৮ সালে কোঝিকোড় এবং মালাপ্পুরম জেলায় নিপার প্রাদুর্ভাব দেখা গিয়েছিল। ২০১৮-র ১৯ মে কোঝিকোড়ে এই ঘটনা প্রথম রিপোর্ট করা হয়েছিল। পরে ২০২১-এও কোঝিকোড়ে নিপার সংক্রমণ রেকর্ড করা হয়েছিল।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি