দিওয়ালির আগে ফেরাতে হবে রাস্তার হাল! আধিকারিকদের নির্দেশ যোগীর
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দীপাবলির আগে উত্তর প্রদেশের রাজ্যগুলির হাল ফেরাতে বিশেষ অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন। এক সরকারি বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। কোনও জনস্বার্থমূলক প্রকল্পে মাফিয়া ও অপরাধ প্রবণতায় যুক্ত লোকেরা যাতে কাজের চুক্তি না পায় তার জন্যও তিনি প্রতিটি বিভাগকে নির্দেশ দিয়েছেন। বিভিন্ন দফতরের বৈঠকে সভাপতিত্ব করার সময় আদিত্যনাথ এই নির্দেশ জারি করেন বলে জানা গিয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি


