সমীক্ষায় ফের সবার আগে! সবথেকে জনপ্রিয় বিশ্ব নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 

সারা বিশ্বে আবারও চমক। মর্নিং কনসাল্ট গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল সার্ভেতে প্রধানমন্ত্রী মোদী বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা। প্রধানমন্ত্রী মোদী সমীক্ষায় পেয়েছেন ৭৬ শতাংশ রেটিং, যা বিশ্বের যে কোনও নেতার থেকে বেশি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সুইৎজারল্যান্ডের প্রেসিডেন্ট অ্যালেন বারসেট। যিনি প্রধানমন্ত্রী মোদীর থেকে ১২ শতাংশ নিচে। এবিপি লাইভে প্রকাশিত খবর অনুযায়ী, তালিকায় সপ্তমস্থানে রয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি ৪০ শতাংশ রেটিং পেয়েছেন। যা মার্চ থেকে তাঁর সর্বোচ্চ রেটিং। প্রধানমন্ত্রপী মোদীর অস্বীকৃতির রেটিংও বিশ্বের সর্বনিম্ন মাত্র ১৮ শতাংশ। যেখানে তালিকার শীর্ষ ১০ নেতার মধ্যে কানাডার জাস্টিন ট্রুডোর অস্বীকৃতির রেটিং সব থেকে মেশি ৫৮ শতাংশ। অস্বীকৃতির রেটিং হল সেই পরিসংখ্যান যেখানে সমীক্ষআয় অন্তর্ভুক্তরা নেতাদের প্রত্যাখ্যান বা অপছন্দ করেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news