খালিস্তানি সন্ত্রাসবাদী হত্যা! কানাডার অভিযোগ ওড়াল ভারত 

কানাডা গত বছর এক খালিস্তানি সন্ত্রাসবাদীকে হত্যার জন্য ভারত সরকারকে অভিযুক্ত করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই অভিযোগ এনেছেন। পাশাপাশি তারা একজন সিনিয়র কুটনীতিবিদকে বহিষ্কার করেছে। ভারত সরকার অবশ্য কানাডা সরকারের অভিযোগগুলিকে অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তাঁর সরকারের কাছে অভিযোগ রয়েছে, ভারত সরকারের এজেন্টরা হরদীপ সিং নিঝ্ঝরের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি জরুরি অধিবেশনে বলেছেন, কানাডার মাটিতে একজন কানাডিয়ান নাগরিকের হত্যাকাণ্ডের সঙ্গে বিদেশি সরকারের যে কারও জড়িয়ে থাকা সার্বভৌমত্বের পক্ষে গ্রহণযোগ্য নয়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news