অন্তত নতুন সংসদে...! সৌগত রায়কে কড়া জবাব অমিত শাহের 

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কের জবাব দেওয়ার সময় তৃণমূল সাংসদ সৌগত রায়কেও জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনার জবাব দেওয়ার সময় সৌগত রায়ে মধ্যে বারে বারে মন্তব্য করছিলেন। তারই জবাব দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন, লোকসভায় মহিলা সংরক্ষণ বিল সমর্থন করেন রাহুল গান্ধী। তবে ওবিসি সম্প্রদায়ের জন্য অতিরিক্ত কোটার দাবি করেন। রাহুল বলেন, মহিলা সংরক্ষণ বিল অসম্পূর্ণ। এখানে কোনও অনগ্রসর শ্রেণির কোটা নেই। ভারত সরকারের ৯০ জন সচিবের মাত্র তিনজন ওবিসি সম্প্রদায়ের। 
এই সচিবরা বাজেটের মাত্র ৫ শতাংশ নিয়ন্ত্রণ করেন। রাহুল গান্ধী দ্রুত জাত সুমারির দাবি করেন। তিনি বলেন, দেশে ওবিসি, দলিত ও আদিবাসী সংখ্যার উত্তর শুধুমাত্র বর্ণ শুমারিই দিতে পারে। তিনি বলেন, মহিলা সংরক্ষণ বিল পাশ করুন আর যত দ্রুত সম্ভব জাত শুমারি করুন। আর আপনি (অমিত শাহ) যদি না করেন, তবে আমরা (কংগ্রেস) সেই কাজ করবে। তারই জবাব দিচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news