পুরনিয়োগ দুর্নীতি মামলায় CBI নজরে বরাহনগর পুরসভা, ৩২ জন পুরকর্মীকে তলব তদন্তকারী সংস্থা

এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুরসভায় নিয়োগ দুর্নীতির তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। শিক্ষক দুর্নীতির তদন্তের পাশাপাশি পুরনিয়োগ দুর্নীতি নিয়েও তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার বরাহনগর পুরসভার উপরে নজর পড়েছে তদন্তকারীদের। সূত্রের খবর বরাহনগর পুরসভার ৩২ জন কর্মীকে তলব করেছে সিবিআই। ইতিমধ্যেই বরাহনগর পুরসভার ৩২ জন কর্নীকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নোটিস পাঠানো হয়েছে। ২৯ সেপ্টেম্বরের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে উত্তর দমদম, কামারহাটি, পানিহাটি, টিটাগড়, কামারহাটি পুরসভার কর্মীদের তলব করে জেরা করেছেন তদন্তকারীরা।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news