ব্যাজ-লাল শার্ট পরে আনন্দবিহার স্টেশনে রাহুল গান্ধী! নিলেন নতুন ভূমিকা, ভিডিও ভাইরাল

কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার দিল্লির আনন্দবিহার রেল স্টেশনে যান। সেখানে তিনি কুলিদের সঙ্গে দেখা করেন। এই সময় রাহুল গান্ধীকে পোর্টারের পোশাক পরতেও দেখা যায়। ভাইরাল হওয়া ভিডিওতে রাহুল গান্ধীকে পোর্টারদের লাল শার্ট পরতেও দেখা যায়। অন্য একজনকে তাঁকে সাহায্য করতে দেখা যায়। এখানেই শেষ নয়, কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে পোর্টারের ব্যাজ করতেও দেখা গিয়েছে। তাঁকে কিছুক্ষণের জন্য মাথায় সুটকেস নিয়ে যাত্রীদের লাগেজ বহন করতেও দেখা যায়। একই সময়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পোর্টারদের মধ্যে বসে তাঁদের হৃদয়ের কথা শোনেন। তাঁদের সঙ্গে সেলফিও তোলেন রাহুল। রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার পরে কুলি ও অটো চালককে খুশি দেখিয়েছে। তারা বলেন, রাহুল গান্ধী দেখা করতে এসেছিলেন বলে তাঁরা খুশি। তাঁরা আরও জানান, রাহুল গান্ধী পোর্টারদের আশ্বস্ত করে বলেছেন, তিনি তাঁদের সব সমস্যার কথা সরকারের সামনে তুলে ধরবেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করবেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি
 

news