হিমালয়ের কোলে অতিবর্ষণ কোন অশনি সঙ্কেতের ইঙ্গিত, হিমাচলের প্লাবনের কোন বার্তা দিচ্ছে প্রকৃতি ?
দেরিতে এসেছে বর্ষা। কিন্তু এবার যেন তার গতি প্রকৃতি কেমন ছন্নছাড়া। কোথাও যেন সেই আগের তাল কেটে গিয়েছে। কোথাও উথাল পাথাল বর্ষা। কোথাও এক চিলতে মেঘের দেখা মেলেনি। গোটা দেশ অসম বর্ষার বৃষ্টিতে ভিজেছে। সবচেয়ে বেশি ভয়ঙ্কর দশা হয়েছে হিমালয় সংলগ্ন এলাকায়। হিমাচল প্রদেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল। এক মাস ধরে টানা বর্ষণে যাকে বলে ধ্বংসের মুখে পৌঁছে গিয়েছে হিমাচল প্রদেশ। সিমলা থেকে শুরু করে কুলু মানালি সর্বত্র ভয়াবহ পরিস্থিতি ৈতরি হয়েছিল। বাড়ি ঘর ভেসে গিয়েছে। মাইলের পর মাইল রাস্তা নিশ্চিহ্ন হয়ে হয়ে গিয়েছে। হড়পা বানে ভেসে গিয়েছে অসংখ্য প্রাণ।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি