জঙ্গিদের স্বর্গ হয়ে উঠেছে কানাডা! বিতর্কের মধ্যেই ফের তোপ ভারতের 

 খালিস্তানি বিচ্ছিন্নবাদী নেতা হরদীপ সিং নিজ্জরের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে সম্পর্কের অবনতি হতে শুরু করেছে ভারত ও কানাডার মধ্যে। এরপরই খালিস্তানি জঙ্গিদের নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য কানাডার বিরুদ্ধে তোপ দেগেছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সন্ত্রাসবাদীদের আর্থিক সাহায্য করে ও আশ্রয় দিয়ে মদত দেওয়া হচ্ছে বিদেশে। অরিন্দম বাগচী উল্লেখ করেছেন, প্রতিবেশী দেশ পাকিস্তান জঙ্গিদের সমর্থন জোগাচ্ছে ঠিকই, তবে নিরাপদ আশ্রয় দেওয়া হচ্ছে কানাডা সহ বেশ কিছু জায়গায়। ভারতের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, যদি কোনও দেশকে তাদের আন্তর্জাতিক অবস্থান নিয়ে ভাবতে হয়, তাহলে সেটা হল কানাডা।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news