কানাডায় ভারতীয় দূতাবাসের কর্মীরা চরবৃত্তি করেন, গুরুতর অভিযোগ ট্রুডো সরকারের 

 কানাডায় ভারতীয় দূতাবাসের কর্মীরা চরবৃত্তি করতেন। এমনই অভিযোগ করেছে ট্রুডো সরকার। গত ১৮ জুলাই কানাডার প্রধানমন্ত্রী খালিস্তানপন্থী শিখ নেতা নিজ্জরের হত্যাকাণ্ডে ভারত সরকারের হাত থাকার মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছিলেন। তারপর থেকে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের ক্রমশ অবনতি হয়ে চলেছে। মোদী সরকারের পক্ষ থেকে কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোকে পাল্টা নিশানা করে বলা হয়েছে কোনও রকম প্রমাণ ছাড়াই কী করে তিনি এই মন্তব্য করলেন। উল্টে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে কানাডার জমিকে সন্ত্রাসবাদীরা ব্যবহার করছে বলে একাধিক বার সতর্ক করা হয়েছে কিন্তু তাতে কোনও লাভ হয়নি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news