ভোটার কার্ড তৈরিতে বাধ্যতামূলক নয় আধার, লোকসভা ভোটের আগে বড় ঘোষণা নির্বাচন কমিশনের
সামনেই লোকসভা ভোট। আর কয়েক মাস বাকি। বছর শেষ হলেই বেজে যাবে লোকসভা ভোটের ঘণ্টা। তার আগেই বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এবার থেকে আর ভোটার কার্ড তৈরিতে আর আধার কার্ডের প্রয়োজন নেই। শিগগিরই নির্দেশিকা জারি করা হবে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। ১ অক্টোবর থেকে আবার বদলে যাচ্ছে আধার কার্ড তৈরির নিয়ম। জন্মের শংসাপত্র না থাকলে আধার কার্ড তৈরি করা যাবে না। তারপরে আবার ভোটার কার্ড তৈরি নিয়ে কমিশনের নয়া সিদ্ধান্ত জারি করা হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি