অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে হবে, সরকারের দিকেই তির রাহুলের 

 অবিলম্বে মহিলা সংরক্ষণ বিল কার্যকর করতে হবে। লোকসভা এবং রাজ্যসভার এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত রাখার বিল বৃহস্পতিবার সংসদীয় অনুমোদন পেয়েছে। রাজ্যসভা সর্বসম্মতভাবে তার পক্ষে ভোট দিয়েছে। তারপরই কংগ্রেস নেতা রাহুল গান্ধী মহিলা সংরক্ষণ বিল প্রণয়য়ে কালবিলম্ব করা যাবে না বলে দাবি তুললেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী শুক্রবার দাবি করেছেন, মহিলা সংরক্ষণ বিল অবিলম্বে কার্যকর করতে হবে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের দিকেই অভিযোগের তির ছুড়ে রাহুল গান্ধী বলেন, সরকার বর্ণ শুমারির কথায় বিভ্রান্তি সৃষ্টি করে মহিলা সংরক্ষণ বিল কার্যকরে বিলম্ব করতে পারে। কিন্তু কংগ্রেস তা করতে দিতে চায় না।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি

news