ভারতের প্রধানমন্ত্রী মোদীকে চা খেতে দিল রোবট! 

রোবটের দুনিয়া থেকে ঘুরে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোবটদের সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন মোদী। একটি ছবিতে দেখা গিয়েছে, রোবট প্রধানমন্ত্রীকে চা খেতে দিচ্ছে। সঙ্গে রয়েছে অন্য খাবারও। 

ছবিগুলির সঙ্গে মোদী লেখেন, ‘গুজরাট সায়েন্স সিটিতে অসাধারণ রোবটিক্স গ্যালারি। রোবট আমাদের চা-ও পরিবেশন করেছে, সেই ছবিটি দেখতে ভুলবেন না।’ ছবিতেই দেখা গিয়েছে, একটি রোবটের হাতে ধরা রয়েছে থালা। তার এক দিকে রয়েছে চায়ের কাপ। অন্য দিকে রয়েছে দু’টি স্যান্ডউইচ। জলের বোতলও প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে দিয়েছে যন্ত্রমানব। তার সামনেই বসেছিলেন মোদী এবং ভূপেন্দ্র।

রোবট গ্যালারির বিভিন্ন অংশ ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী। কোথাও আবার তাঁকে মোবাইলের ক্যামেরায় ছবি তুলে নিতেও দেখা গিয়েছে। গ্যালারিতে সাজানো রোবট এবং সেই সম্পর্কিত যাবতীয় যন্ত্রপাতি তিনি পরিদর্শন করেছেন। গুজরাটের সায়েন্স সিটিতে এই রোবটিক গ্যালারি নতুন সংযোজন। প্রায় ১১ হাজার বর্গমিটার এলাকা জুড়ে এটি বিস্তৃত।

news