অনুব্রত এলেন সিবিআই দফতরে, ঢোকার মুখেই মেজাজ হারালেন কেষ্ট
ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে বুধবার নোটিস দিয়েছিল সিবিআই। বলা হয়েছিল, আজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময়ে কেষ্ট মণ্ডলকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে হবে। সেই মতো গতকাল রাতেই বীরভূম থেকে চিনারপার্কের ফ্ল্যাটে চলে এসেছিলেন অনুব্রত। এদিন বেলা ১২টা নাগাদ সিজিওতে ঢোকে তাঁর গাড়ি। কিন্তু গাড়ি থেকে নামার আগেই মেজাজ হারিয়ে বসলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি (Anubrata-CBI)।
অনুব্রতর গাড়ি সিজিওতে ঢুকতেই সাংবাদিকরা সামনে চলে যান (Anubrata-CBI)। কালো কাচের ভিতর দিয়ে দেখা যায় চালকের পাশের আসনে হলুদ পাঞ্জাবি পরে বসে আছেন কেষ্ট। শুরুতে তিনি গাড়ি থেকে নামতে পারছিলেন না। হঠাৎ দেখা যায়, সিট থেকে উঠে গাড়ির পাদানিতে দাঁড়িয়ে পড়েছেন।
তারপর একজনের উদ্দেশে অনুব্রত আঙুল উঁচিয়ে বলতে থাকেন, “এই, ঠেলছো কেন? বেশি দালালি করবে না। একদম বেশি দালালি করবে না। দালাল একটা। দালাল কোথাকার!’
তৃণমূলের প্রোগ্রামে এসে খুন হয়েছেন কেকে! বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
এরপর অবশ্য আর বিশেষ কিছু হয়নি। এক হাত আইনজীবীর কাঁধে, আর এক হাত দেহরক্ষীর কাঁধে ভর দিয়ে গাড়ি থেকে নেমে সিজিও কমপ্লেক্সের লিফটের দিকে এগিয়ে যান অনুব্রত।
প্রসঙ্গত, এর আগে নিজাম প্যালেসে গরুপাচার মামলায় হাজিরা দিয়েছিলেন অনুব্রত। কিন্তু একাধিকবার নোটিস পাওয়ার পরেও ভোট পরবর্তী হিংসা মামলায় তিনি হাজিরা দেননি এতদিন। এই প্রথম ভোট পরবর্তী হিংসা মামলায় হাজিরা দিতে সিবিআইয়ের মুখোমুখি হলেন বীরভূমের অবিসংবাদী তৃণমূল নেতা। দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ তিনি সিজিওতে ঢুকেছেন। এখন দেখার, কতক্ষণ তাঁকে জেরা করেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে