বিমান অবতরণে অনভিজ্ঞ পাইলট, ভিস্তারাকে ১০ লাখ জরিমানা

 অসামরিক বিমান পরিবহণ সংস্থা ভিস্তারাকে (Vistara) ১০ লাখ টাকা জরিমানা করল ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। ক’দিন আগেই তারা আর এক বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগোকে পাঁচ লাখ টাকা জরিমানা করে।

 

ভিস্তারার (Vistara) বিরুদ্ধে অভিযোগ গুরুতর। সম্প্রতি মধ্যপ্রদেশের ইন্দোরে ভিস্তারার একটি বিমান অবতরণের সময় কিছু ত্রুটি ধরা পড়ে বিমান বন্দর কর্তৃপক্ষের চোখে। তারা ডিজিসিএ-কে বিস্তারিত তদন্তের সুপারিশ করে।

তদন্তে দেখা যায় বিমানের প্রথম পাইলটের বিমান অবতরণের যথেষ্ট প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ পুরোপুরি শেষ করার আগেই তাঁকে উড়ানের ছাড়পত্র দেওয়া হয়েছিল।

ডিজিসিএ মনে করে যে কোনও সময় যাত্রীদের বড় ধরনের বিপদ হতে পারত। ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে ওই সংস্থাকে। এখন দেখার ভিস্তারা কী জবাব দেয়।

গত মাসের গোড়ায় রাঁচি বিমানবন্দরে এক নাবালককে বিমানে উঠতে না দিয়ে বিতর্কে জড়ায় আর এক বিমান সংস্থা ইন্ডিগো। বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন ওই নাবালক হিংস্র আচরণ করছিল বলে বিমান কর্মীরা বাধা দেয় বলে সংস্থার তরফে দাবি করা হয়েছিল।

কিন্তু ডিজিসিএ-র তদন্তে জানা যায়, বিমান কর্মীরা ওই নাবালকের প্রতি অমানবিক আচরণ করেছেন। তিনি বিশেষভাবে ক্ষমতাসম্পন্ন জেনেও তার প্রতি যে ধরনের মানবিক আচরণ প্রত্যাশিত ছিল তা করা হয়নি।

ডিজিসিএ ওই ঘটনায় ইন্ডিগো-কে পাঁচ লাখ টাকা জরিমানা করে। সংস্থাটি সেই শাস্তি মেনেও নিয়েছে। তারা বলেছে, ভুল থেকে সংস্থা শিক্ষা নেবে।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news