দিদির ধমকই দাওয়াই, সুড়সুড় করে মাঠে নামলেন শিবাজী
একেই বোধহয় দাওয়াই বলে। একেবারে অব্যর্থ। হাটের মাঝে ধমক দিয়েছিলেন দিদি (Mamata Banerjee)। তাতে কাজও হল। সুড়সুড় করে ময়দানে নামলেন বাঁকুড়া জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়।
গত ৩১ মে ও ১ জুন বাঁকুড়ায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩১ মে প্রশাসনিক বৈঠকে একেবারে নাম করে বাঁকুড়া জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ শিবাজী বন্দ্যোপাধ্যায়কে ধমক দেন মুখ্যমন্ত্রী। পরের দিন, ১ জুন কর্মী সম্মেলন করে দলের উদ্দেশে দিদি বলেন, বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি পরিসেবা সংক্রান্ত বিষয়ে মানুষকে সাহায্য করতে হবে। ঘরে বসে থাকা যাবে না।।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


