‘যাবেন না প্লিজ’, রাষ্ট্রপতি ভোটের মুখে বাংলার বিধায়ক, সাংসদদের বোঝাতে কাল আসছেন নাড্ডা
আগামীকাল মঙ্গলবার দু দিনের জন্য বাংলায় আসছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা (JP Nadda)। আগামীকাল সন্ধ্যায় তিনি কলকাতায় দলের বিধায়ক ও সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। পরশু বসবেন সদ্য গঠিত রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে।
গতমাসে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পরই বঙ্গ বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলীয় সভাপতি জেপি নাদ্দাকে বাংলায় পাঠাতে। কিন্তু কিছুদিনের মধ্যেই সংসদের বাদল অধিবেশন বসবে। অমিত শাহ সংসদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত। তাছাড়া কাশ্মীর নিয়েও তাঁর ব্যস্ততা বেড়ে গিয়েছে। তাই নাড্ডা আসছেন।
অর্জুনের আগে দল ও সংসদ পদ ছেড়েছেন বাবুল সুপ্রিয়। তৃণমূলে গিয়েছেন বিজেপির প্রথমসারির নেতা জয়প্রকাশ মজুমদারও।
দিন সাতেক আগে তৃণমূল সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরের সভা থেকে হুঁশিয়ারি দিয়েছেন, তৃণমূল দরজা খোলা রাখলে বাংলায় বিজেপি উঠে যাবে।
বিজেপি প্রকাশ্যে অভিষেকের কথাকে গুরুত্ব না দিলেও দলের অন্দরে আশঙ্কা আছে আরও কয়েকজন বিধায়ক ও সাংসদ দল ছাড়তে পারেন। সেই ভাঙন ঠেকাতেই নাড্ডা আসছেন।।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে