এবার অগ্নি-৪ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ, শত্রুর বুকে ভয় ধরিয়ে শক্তি বাড়াচ্ছে ভারত
ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর মুকুটে এবার নতুন পালক। শত্রুর বুকে ভয় ধরিয়ে সোমবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম অগ্নি ৪ ব্যালেস্টিক মিশাইলের (Agni-IV ballistic missile) সফল উৎক্ষেপণ করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। এদিন ওড়িশার (Odisha) আবদুল কালাম দ্বীপে পরীক্ষামূলক উৎক্ষেপণ হয় ক্ষেপণাস্ত্রটির। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, আজকের সফল উৎক্ষেপণের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের নয়া প্রযুক্তি যাচাই করা গিয়েছে।
প্রতিরক্ষা বাহিনীর সূত্রে জানা গিয়েছে, অগ্নি চার ব্যালেস্টিক মিশাইল ৪ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভূল ভাবে আঘাত হানতে পারে। মন্ত্রক একটি বিবৃতিতে জানিয়েছে, “এই সফল পরীক্ষা দেশ প্রতিরক্ষায় উপযুক্ত ন্যূনতম সাহায্য করবে। ওড়িশার আবদুল কালাম দ্বীপের (Abdul Kalam Island) এদিন ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ হয়।” এইসঙ্গে জানানো হয়েছে, অগ্নি চারের উৎক্ষেপণ সমস্ত অপারেশনাল প্যারামিটার তথা প্রযুক্তির নির্ভরযোগ্যতাকে সফল ভাবে যাচাই করেছে। উল্লেখ্য, গতবছর অগ্নি প্রাইম মিশাইলের সফল উৎক্ষেপণ করেছিল ভারত। সেই পরীক্ষাও হয় ওড়িশা উপকূলে। সেটিও ছিল পরমাণু অস্ত্র বহন সক্ষম ক্ষেপণাস্ত্র। পাল্লা ছিল ১ থেকে ২ হাজার কিলোমিটার অবধি।
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ক’দিন আগেই অত্যাধুনিক ব্রহ্মস সুপারসনিক ক্রুজ মিসাইলের (BrahMos Cruise Missile) সফল উৎক্ষেপণ করেছিল ভারতীয় নৌসেনা ও বিমানবাহিনী। দু’টি ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করা হয় আন্দামান ও নিকোবর সংলগ্ন জলরাশিতে। নৌসেনা জানিয়েছিল, যুদ্ধজাহাজ আইএনএস দিল্লি (INS Delhi) থেকে একটি ব্রহ্মস মিসাইল ছোঁড়া হয়। উৎক্ষেপণের পর পূর্বনির্ধারিত গতিপথ মোতাবেক একটি বাতিল জাহাজে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। অত্যাধুনিক ওই হাতিয়ারের অভিঘাত এতটাই বেশি ছিল যে লক্ষ্যবস্তুটিতে অর্থাৎ জাহাজটির দেহে বিরাট গর্ত তৈরি হয়।
এক বিবৃতিতে নৌসেনা জানিয়েছিল, “ফ্রিগেট আইএনএস দিল্লি থেকে ব্রহ্মস মিসাইলের সফল উৎক্ষেপণ করা হয়েছে। ৩ হাজার কিলোমিটার প্রতিঘণ্টা বেগে নির্ধারিত লক্ষ্য একটি বাতিল জাহাজে আছড়ে পড়ে মিসাইলটি। প্রচণ্ড গতির জন্য এই ক্ষেপণাস্ত্রটিকে সহজে ঘায়েল করতে পারে না এয়ার ডিফেন্স সিস্টেমগুলি।।সংবাদ প্রতিদিন /এনবিএস/২০২২/একে