যুদ্ধের তেজ্ব কমেছে, ইউক্রেনের সিনেমা-থিয়েটারে উপচে পড়ছে ভিড়! ছন্দে ফিরছে কিয়েভ
মাসের পর মাস তীব্র যুদ্ধে তছনছ হয়ে গিয়েছিল ইউরোপের সবচেয়ে বড় দেশ ইউক্রেন (Ukraine Russia War)। রাশিয়ার আক্রমণে ছারখার হয়েছিল তাদের সাজানো পথঘাট, বাড়িঘর। ধ্বংসাত্মক সে যুদ্ধের ধাক্কা কিছুটা সামলে উঠেছে ইউক্রেন। রাজধানী কিয়েভ ফের ছন্দে ফিরছে। বহুদিন পর সেখানে খুলে গেল থিয়েটার হল। রমরমিয়ে চলল নাটক।
ইউক্রেনের ঐতিহ্যবাহী থিয়েটার হল ‘থিয়েটার অন পোডিল’ (Ukraine Russia War)। সম্প্রতি সেই হল আবার খোলা হয়েছে। রাজধানী কিয়েভের আশপাশ থেকে ইউক্রেনীয় সেনারা লড়াই করে তাড়িয়ে দিয়েছে রুশবাহিনীকে। তাই কিয়েভে এখন যুদ্ধ পরিস্থিতির মাঝেও কিছুটা স্বস্তির হাওয়া। থিয়েটার হল খোলার পর সেই স্বস্তির ছবিটা আরও একবার সামনে এল। কানায় কানায় হল ভরিয়ে দিলেন দর্শকরা।
ইউক্রেনের (Ukraine Russia War) কলাকুশলীরা মনে করেছিলেন যুদ্ধ পরিস্থিতিতে থিয়েটার দেখতে তেমন লোক আসবেন না। সকলে ঘরের ভিতরে থাকতেই স্বচ্ছন্দ বোধ করবেন। কিন্তু হলে ভিড় উপচে পড়েছে, সেই ছবি দেখে উচ্ছ্বসিত ইউক্রেনীয় অভিনেতা অভিনেত্রীরা।
ইউক্রেন প্রান্তে যুদ্ধের তেজ এখন খানিক কমেছে। সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া। মে মাস নাগাদ সেখানে অপেরা, সিনেমা হলও খুলে গেছে। এবার খুলল থিয়েটার। চেনা ছন্দে আবার ফিরে আসছে ইউরোপের এই ছবির মতো সাজানো দেশ।’খবরদ্য ওয়ালেল /এনবিএস/ ২০২২/একে