গণবিবাহে নাচের তালে মুখ্যমন্ত্রী, উত্তরবঙ্গে অনন্য ছবি
উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Dancing)। গত পরশু আলিপুরদুয়ারে পৌঁছন তিনি। আজ সেখানকারই একটি গণবিবাহের অনুষ্ঠানে তাঁকে নাচতে দেখা গেল, উপস্থিত আদিবাসী মহিলাদের সঙ্গে তালে তাল মিলিয়ে।
তবে এই প্রথম নয়। গত বছরের ফেব্রুয়ারি মাসে এই আলিপুরদুয়ারের গণবিবাহের অনুষ্ঠানেই, পায়ে পা মিলিয়ে, হাতে হাত ধরে ফালাকাটায় এক আদিবাসী নাচের আসরে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরে অগস্ট মাসে ফের সেই দৃশ্য দেখা যায় ঝাড়গ্রামে। বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাচেন আদিবাসীদের সঙ্গে। তার আগে, এদিনের মতোই, আদিবাসীদের শাড়িও গায়ে জড়িয়ে নেন মমতা।
তারও আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে সঙ্গীতমেলার উদ্বোধনেও আদিবাসী শিল্পীদের সঙ্গে পা মিলিয়েছিলেন তিনি। এবার আলিপুরদুয়ারে আবারও নাচলেন তিনি। তাঁর নাচের তালে মেতে উঠল সভা।’খবরদ্য ওয়ালেল /এনবিএস/ ২০২২/একে