এ মাসের শেষ নাগাদ ইতালি সফরে যাচ্ছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক (Naveen Patnaik)। ওই সফরে ভ্যাটিকান সিটিতে তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করতে পারেন।
সরকারি সূত্রে জানা গিয়েছে নরেন্দ্র মোদী সরকার এই ব্যাপারে ওড়িশার মুখ্যমন্ত্রীকে (Naveen Patnaik) প্রয়োজনীয় ছাড়পত্র দিয়েছে। তবে পোপের সঙ্গে সাক্ষাতের সূচি চূড়ান্ত হয়নি। ওড়িশা সরকারের অফিসারেরা দিল্লি এবং ভাটিকান সিটির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন।
রোদ্দুর রায়কে গোয়া থেকে আজই কলকাতায় আনা হচ্ছে, তোলা হবে আদালতে
নবীনের (Naveen Patnaik) রোম শহরের খবর জানাজানি হতে ফের রাজনৈতিক মহলে শোরগোল শুরু হয়েছে। কারণ গত বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) রোম সফরের অনুমতি দেয়নি দিল্লি সরকার। সেখানে পোপের উপস্থিতিতে একটি শান্তি সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন মমতা। বহু দেশের রাষ্ট্র প্রধানেরা সেই সম্মেলনে আমন্ত্রিত ছিলেন। কিন্তু ভারত থেকে ডাক পান মমতা।
নয়াদিল্লি আপত্তি তুলে জানায় যে, এই ধরনের অনুষ্ঠানে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীর যোগদানের কিছু প্রথাগত সমস্যা রয়েছে। তাই বাংলার মুখ্যমন্ত্রীকে রোম সফরের অনুমতি দেওয়া হচ্ছে না। দিল্লির সিদ্ধান্তের তখন তীব্র সমালোচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল তৃণমূল কংগ্রেস। মমতা প্রশ্ন তুলেছিলেন কতদিন আমাকে এভাবে আটকে রাখা যাবে! তিনি আরও প্রশ্ন তুলেছিলেন, প্রধানমন্ত্রী যদি দেশে-বিদেশে নানা প্রান্তে যেতে পারেন তাহলে একজন মুখ্যমন্ত্রী কেন শান্তি সম্মেলনে যোগদানের জন্য ভ্যাটিকানে যেতে পারবেন না। কিন্তু সমালোচনা সত্ত্বেও দিল্লি তাদের সিদ্ধান্ত থেকে নড়েনি। এখন নবীনের সফরসূচি জানাজানি হতে মমতাকে অনুমতি না দেওয়ার বিতর্কটি নতুন করে সামনে এসেছে।
যদিও ওড়িশা এবং কেন্দ্রীয় সরকারের বক্তব্য, নবীনের সফরের উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা। তিনি তাঁর রাজ্যে বিনিয়োগ টানতে বিভিন্ন দেশে যাওয়ার পরিকল্পনা করেছেন। নবীনের সচিবালয় সূত্রে খবর ১০ বছর পর দেশের বাইরে পা রাখতে চলেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। তিনি ইতালি সহ বিভিন্ন দেশে বিনিয়োগকারীদের সঙ্গে মিলিত হবেন। সেই ফাঁকে ভ্যাটিকানে পোপের সঙ্গে দেখা করতে পারেন। সেটা ব্যক্তিগত সাক্ষাৎ।
তবে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে। নবীনের দল বিজেডি গতবার বিজেপি প্রার্থী রামনাথ কোবিন্দকে সমর্থন দিয়েছিল। এবার এখনও তারা অবস্থান স্পষ্ট করেনি। নবীনকে।খুশি করতেই রোম সফরের ছাড়পত্র দিল্লি দিয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে।’খবরদ্য ওয়ালেল /এনবিএস/ ২০২২/একে